সদ্য আইসিসি কর্তৃক প্রকাশিত টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে লিটনের অবস্থান এখন ১২তম স্থানে। ৬৪৪ রেটিং নিয়ে যা শ্রীলঙ্কা সিরিজের পূর্বে ছিল ২০তম স্থানে।
শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ব্যাট চালিয়ে ১ম টেস্ট ম্যাচে চট্টগ্রামে করেছিলেন ৮৮ রান। পরবর্তীতে ঢাকা টেস্টে করেছেন যথাক্রমে ১৪১ ও ৫২ রান। আর তাতেই উঠে এসেছেন কয়েক ধাপ এগিয়ে ১২তম স্থানে। বর্তমানে লিটনের রেটিং পয়েন্ট ৭২৪।
![]() |
| শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকানোর পর! |
আইসিসি কর্তৃক প্রকাশিত বর্তমান টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে সেরা ২০ জনের মধ্যে, বাংলাদেশী হিসেবে একমাত্র লিটন দাসের নামই রয়েছে তালিকায়। টেস্ট ব্যাটিং র্যাংকিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে লিটনের এটিই সর্বকালের সেরা অবস্থান। এর পূর্বে কোন বাংলাদেশী ব্যাটার এ অবস্থানে আসতে পারে নি।
চলতি বছর লিটন আছেন দুর্দান্ত, ৫৫৪ রান নিয়ে ২০২২ সালের টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় লিটনের অবস্থান ২য়। ৭৫১ রান নিয়ে সেই তালিকার শীর্ষে আছেন অজি ক্রিকেটার উসমান খাজা।
লিটন রয়েছেন বর্তমানে বিশ্বসেরাদের কাতারে।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন