এলিমিনেটর ম্যাচে লক্ষ্ণৌকে ১৪ রানে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে ব্যাঙ্গালোর!


টসে হেরে প্রথমে ব্যাট করতে এসে ব্যাঙ্গালোর সংগ্রহ করেন ২০৭ রান। চলতি মৌসুমের শুরুর দিকে সুযোগ না পাওয়া রজাত পাতিদার এই ম্যাচে ব্যাঙ্গালোর'কে উপহার দেন এক বিধ্বংসী ইনিংস। ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পাওয়া এই ব্যাটার অপরাজিত থেকে, মাত্র ৫৪ বল খেলে করেন ১১২ রান। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ছিল ১২টি চার ও ৭টি দুর্দান্ত ছক্কা। অপরদিকে ব্যাঙ্গালোরের আরেক ব্যাটার দ্বীনেশ কার্তিক রাখেন দুর্দান্ত ফিনিশিংয়ের ভুমিকা। মাত্র ২৩ বল থেকে ৫ চার ও ১ ছক্কার সাহায্যে খেলেছেন ৩৭ রানের এক অপরাজিত ইনিংস। রজাত ও কার্তিকের ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ব্যাঙ্গালোর তাঁদের ইনিংস সমাপ্ত করে ২০৭ রানের মাথায়।

২০৮ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ম্যাচের দ্বিতীয় প্রহরে ব্যাট করতে আসা লক্ষ্ণৌ তাঁদের গুরুত্বপূর্ণ ব্যাটার কুইন্টন ডি কক'কে হারায় ইনিংসের মাত্র ৮ রানের মাথায়। অধিনায়ক রাহুল তার সতীর্থ মানান ভোহরাকে নিয়ে শুরু করার আশা জাগালেও মানান ১১ বলে ১৯ রান করে দলকে ৪১ রান দিয়ে ফেরত যান সাজঘরে। এরপর রাহুলকে সঙ্গ দেন দ্বীপক হুদা। দ্বীপক হুদাকে নিয়ে রাহুল গড়েন ৯৬ রানের এক দুর্দান্ত জুটি। ২৬ বলে ৪৫ রান করে দ্বীপক হুদা বিদায় নিলে সেই জুটি ভাঙে দলীয় ১৩৭ রানের মাথায়।

এরপরই নিয়মিত উইকেট ভাঙতে থাকে লক্ষ্ণৌ'র। ব্যাঙ্গালোর'র বোলার জশ হ্যাজলউডের করা ১৯তম ওভারে বিদায় নেন দলের হাল ধরা একমাত্র ব্যাটার লোকেশ রাহুলও। আউট হওয়ার পূর্বে ৫৮ বলে ৩টি চার ও ৫টি ছক্কার মাধ্যমে দলকে উপহার দিয়েছিলেন ৭৯ রানের এক সাজানো-গোছানো ইনিংস। তারপরই নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে লক্ষ্ণৌ সংগ্রহ করেন ১৯৩ রান। ব্যাঙ্গালোরের পক্ষে একাই গুরুত্বপূর্ণ ৩ উইকেট শিকার করেন জশ হ্যাজলউড।


মাত্র ১৪ রানে পরাজিত হয়ে এই মৌসুম থেকে ছিটকে পড়েন প্রথমবারের মত অংশগ্রহণ করা রাহুলের এবারের দল লক্ষ্ণৌ সুপার জয়ান্টস। অন্যদিকে ব্যাঙ্গালোর উঠে যান আরো এক ধাপ এগিয়ে কোয়ালিফায়ারে। আগামী ২৭ মে ফাইনালে উঠার লড়াইয়ে রাজস্থানের মুখোমুখি হবে ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা। এদিকে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে উঠে প্রতিপক্ষের জন্য অপেক্ষার প্রহর গুনছেন, প্রথমবারের মত অংশগ্রহণ করা হার্দিক পান্ডিয়া-রাশিদ খান, ডেভিড মিলারের এবারের দল গুজরাট টাইটান্স।

ম্যাচ শেষে, সৃষ্টিকর্তার প্রতি বিরাটের কৃতজ্ঞতা প্রকাশের নিরব চিত্র! 

মন্তব্যসমূহ