দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন লিটন!

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে, শ্রীলঙ্কার বিপক্ষে আজ ঢাকা টেস্টের শেষদিনে, ২'হাজার রানের এক দীর্ঘ মাইলফলক স্পর্শ করেছেন ক্লাসিক্যাল লিটন কুমার দাস। এ মাইলফলক স্পর্শ করতে লিটনের লেগেছে সর্বমোট ৫৬ ইনিংস। এই ৫৬ ইনিংসের মধ্যে প্রথম ১০০০ রান করতে লেগেছিল ৩৭ ইনিংস। পরের ১০০০ রান করতে লেগেছে মাত্র ১৯ ইনিংস। 

২'হাজার রানের এ দীর্ঘ যাত্রার মধ্যে লিটনের রয়েছে ৩টি শতকের পাশাপাশি ১২টি অর্ধশতক।

২'হাজার বা তার বেশি রান করা বাংলাদেশী ব্যাটারদের মধ্যে লিটনের অবস্থান ৮ম। ইনিংস হিশেব করলে ৩য় দ্রুততম অবস্থানেও লিটন।

মন্তব্যসমূহ