আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে, শ্রীলঙ্কার বিপক্ষে আজ ঢাকা টেস্টের শেষদিনে, ২'হাজার রানের এক দীর্ঘ মাইলফলক স্পর্শ করেছেন ক্লাসিক্যাল লিটন কুমার দাস। এ মাইলফলক স্পর্শ করতে লিটনের লেগেছে সর্বমোট ৫৬ ইনিংস। এই ৫৬ ইনিংসের মধ্যে প্রথম ১০০০ রান করতে লেগেছিল ৩৭ ইনিংস। পরের ১০০০ রান করতে লেগেছে মাত্র ১৯ ইনিংস।
২'হাজার রানের এ দীর্ঘ যাত্রার মধ্যে লিটনের রয়েছে ৩টি শতকের পাশাপাশি ১২টি অর্ধশতক।
২'হাজার বা তার বেশি রান করা বাংলাদেশী ব্যাটারদের মধ্যে লিটনের অবস্থান ৮ম। ইনিংস হিশেব করলে ৩য় দ্রুততম অবস্থানেও লিটন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন