লাল বলের অবসর ভেঙে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরছেন মঈন আলী-আদিল রশিদরা!



       বহুদিন পর আবারো দুই বন্ধুকে একসাথে দেখা যাবে ক্রিকেটের রাজকীয় ফর্মেটে।

   

চলতি সিজনের টেস্ট চ্যাম্পিয়নসশীপে এখন পর্যন্ত ১৩ ম্যাচে মাত্র ১ টি জয় নিয়ে ইংলিশদের পজিশন পয়েন্ট টেবিলের তলানিতে অর্থাৎ ইংল্যান্ডের অবস্থা বাংলাদেশেরো নিচে। ব্রিটিশ ম্যানেজমেন্ট, প্লেয়ার কিংবা সমার্থকরা খুব করে চাইবেন এই সিজনটাকে অতি দ্রুত ভুলে যেতে তাইতো ক্রিকেটর রাজকীয় ফর্মেটকে নতুন করে সবকিছু আবার ঢেলে সাজানোর তোরজোড় চলছে।

কোচিং থেকে শুরু করে অধিনায়কত্ব, সিনিয়রদের আবারো দলে ফেরানো সহ সবকিছুতে অনেক পরিবর্তনের ছোঁয়া দেখা যাচ্ছে। ইংল্যান্ডের নয়া কোচের দায়িত্ব পেয়ে ম্যাককালাম ফিরিয়ে আনতে চাচ্ছেন দুই মুসলিম ক্রিকেটার মঈন আলী এবং আদিল রশিদকে। 

         ইংল্যান্ডের লাল বলের নয়া বস ম্যাককালাম।

লাল বলে মঈনকে সঠিক মূল্যায়ন করছে না এই অভিযোগ দেখিয়ে গত সেপ্টেম্বরে বিদায় জানিয়েছেন লাল বলকে। অপরদিকে প্রায় সাড়ে তিন বছর আগে সাদা পেষাকে সর্বশেষ টেস্ট খেলতে দেখা গেছে আদিল রশিদকে, টেস্টকে আনুষ্ঠানিক বিদায় না জানালেও অলিখিত বিদায়টা একরকম নিয়ে ফেলছিলেন রশিদ। এবার সেই মঈন এবং আদিল রশিদকে দলে ফেরাতে অলরেডি মইনের সাথে কথা বলেছেন কোচ ম্যাককালাম নিজেই মঈনও জানিয়ে দিয়েছে দলের প্রয়োজনে অবসর ভেঙে যেকোন সময় লাল বল হাতে নিতে প্রস্তুত আছে। 

শুধু মঈন আর রশিদ নয় ম্যাককালম দলে চাচ্ছে চলতি আইপিএলের সেরা ব্যাটসম্যান জস বাটলারকে এবং সাদা পোষাকে এখনো অভিষেক না হওয়া লিয়াম লিভিংস্টোনকে। জো রুটের কাছ থেকে অধিনায়কত্ব পেয়ে স্টোক ফিরিয়েছেন বোলিং  ডিপার্টমেন্টের দুই অভিজ্ঞ পেসার জেমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ড ব্রডকে।

আবারো ঢেলে সাজিয়ে শক্তিশালী করা হচ্ছে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটকে,কিছুদিনের মধ্যেই অন্ধকার কাটিয়ে আবারো আলোর ঝলকানি দেখা যাবে ইংলিশদের করিডোরে..

অপরদিকে এতগুলো বছর পার করে দিয়ে আমরা এখনো পরে আছি টেস্ট ক্রিকেটের সেই শিশু শ্রেণীতেই বাংলার ক্রীকেটে কোথাও কি কেউ নেই যে রাজকীয় ফর্মেটের হালটা শক্ত করে ধরবে..?

মন্তব্যসমূহ