আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা একমাত্র দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমির প্রথম জয়!
বেঙ্গল ক্রিকেট এসোসিয়েশন স্বীকৃত, “কোলকাতা ক্রিকেট একাডেমি” কর্তৃক আয়োজিত পাঁচ ম্যাচ দিপাক্ষিক সিরিজের ১ম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়েছে “কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি”।
![]() |
| কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি |
“কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি” —দলের পক্ষে ৪০ বল থেকে ব্যক্তিগত সর্বোচ্ছ ৬৫ রানের এক অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির ব্যাটার “ইরফান সাবরি”। ম্যাচে বোলারদের মধ্যে সাইমনের বোলিংও ছিল গুরুত্বপূর্ণ। তিনটি মেইডেন সহ মোট ৯ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৫ রান, সাথে তুলে নিয়েছিলেন কোলকাতা ক্রিকেট একাডেমি''র গুরুত্বপূর্ণ ৩ উইকেট।
![]() |
| দলের পক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ ৬৫ রানের এক অপরাজিত ইনিংস, ইরফান সাবরির! |
উল্লেখ্য যে, প্রথমববারের মত কোন আন্তর্জাতিক সিরিজ খেলতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্রিকেট একাডেমি।
নাফিসা কামালের হাত ধরেই এগিয়ে যাবে কুমিল্লার ক্রিকেট -এমনটাই চাওয়া কুমিল্লার মানুষের।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন