বাংলাদেশ টাইগার্স স্কোয়াডে ডাক পেলেন সাব্বির ও নাইম!

ডিএলে ভালোকারার পুরস্কার সরুপ এনামুল হক বিজয় ফিরেছেন জাতীয় দলে আর নাঈম-সাব্বিরা ছায়া দলে। ২৯ সদস্যের দল ঘোষনায় ছিলো চমকে ভরা দীর্ঘ কয়েক বছর পর বিসিবি আয়োজিত কোন ক্যাম্পে ডাক পেলেন নাঈম ইসলাম তিন ফর্মেটে আলোছড়িয়ে হুট করে হারাতে বসছিলেন সাব্বির রহমান সর্বশেষ ডিপএলে প্রথম আসরে রানের দেখা না পেলেও সুপার লীগে ধারাবাহিক রান করায় আবারো বিসিবির নজরে এসেছেন সাব্বির রহমান। বাংলাদেশ টাইগার্স: সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে মাহমুদ রাব্বি, আশফাকুল আলম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সুমন সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকের আলি অনিক, সাজ্জাদুল রিপন, শাহিন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ জিম, আব্দুল হালিম, মাইশুকুর রিয়াল, হাসান মাহমুদ, রাকিন আহমেদ, সৈকত আলি ও নাজমুল ইসলাম অপু। #Cricbuzz_Bangladesh

মন্তব্যসমূহ