আইপিএলের ১৫তম আসরে, শিরোপা জয়ের লড়াইয়ে আজ সন্ধ্যা সাড়ে ৮টায় মুখোমুখি হচ্ছে, প্রথমবারের মত আইপিএলে অংশগ্রহণ করা দল গুজরাট টাইটান্স বনাম ১৪ বছর পর ফাইনালে উঠা দল রাজস্থান রয়েলস!
![]() |
| শেষ হাসিটা কার মুখে ফুটবে? হার্দিক নাকি স্যামসানের!! |
জস বাটলারের দুর্দান্ত শতকের দ্বারা রাজস্থান ২য় সুযোগে, বিরাট কোহলি-ফাফ ডুপ্লেসির দল ব্যাঙ্গালোরুকে ৭উইকেটে হারিয়ে উঠে যায় ফাইনালে।
![]() |
| কোয়ালিফাই ম্যাচ জয়ের উভয়দলের দুই মহানায়ক! |
সেই সুবাদে, আজকের ফাইনাল ম্যাচে দেখা হচ্ছে আবারও সেই ১ম কোয়ালিফায়ার ম্যাচে অংশগ্রহণ করা দু'দল গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়েলসের।
![]() |
| ফাইনালে আবারও হার্দিক-সানজুর লড়াই! |
শেষ পর্যন্ত কার মুখে হাসি ফুটবে? হার্দিক নাকি সানজু স্যামসানের??



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন