টেস্ট অধিনায়ক থেকে স্বেচ্ছায় সড়ে দাঁড়ালেন মুমিনুল।

অনেকদিন ধরেই ফর্মে নেই টেস্ট ক্যাপ্টেইন মুমিনুল। গত ৯ ইনিংসে ছুঁতে পারেন নি দুই অঙ্কের রানের সংখ্যা। অধিনায়কত্বের অতিরিক্ত চাপ-ই মুমিনুলের অফ-ফর্মের কারণ বলে ধারণা করেছেন বিশেষজ্ঞরা।

স্বেচ্ছায় নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল! 

নিজের ব্যাটিংয়ে আরো মনোযোগী হওয়ার জন্য আজ স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মুমিনুল। বিষয়টি তিনি নিজেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন। 

মুমিনুল জানিয়েছেন, "বিসিবি সভাপতি চেয়েছিলেন নেতৃত্ব না ছাড়তে, কিন্তু আমি নিজ থেকেই চাচ্ছি না জিনিসটি"। অভিমান থেকেও নয়, জানিয়েছেন মুমিনুল নিজেই।

ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশের দ্বিপাক্ষিক লড়াই। এর আগেই অধিনায়ক বেছে নেওয়া হবে। গুঞ্জন আছে পরবর্তী অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নেওয়া হতে পারে। তবে এখনো পর্যন্ত বিসিবি থেকে এমন কিছুই জানানো হয় নি। এর পূর্বে ২০১৯ সালে সাকিবের নিষেধাজ্ঞায় পড়াতেই মুমিনুলকে টেস্ট অধিনায়ক করা হয়েছিল।

এদিকে, মুমিনুলের এমন সিদ্ধান্তের পরপরই মিডিয়া কমিটির চেয়ারম্যান টিটু জানিয়েছেন, আগামী ২ জুন দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন অধিনায়কের নাম ঘোষনা করবেন।

মন্তব্যসমূহ