প্লে অফের দ্বিতীয় ম্যাচে রজাত পাতিদাররের দুর্দান্ত শতকের পর, লখনউ সুপার জায়ান্টসকে ২০৮ রানের টার্গেট দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু!

আইপিএল-২০২২ এ আজকের প্লে অফের দ্বিতীয় ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সাথে মোকাবেলা করছে প্রথমবারের মত অংশ নেওয়া আরেক দল লখনউ সুপার জয়ান্টস।

টসে জিতে প্রথমেই বল করার সিদ্ধান্ত ছিল লোকেশ রাহুলের!

ম্যাচের শুরুতেই টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। যার সুবাদে প্রথমেই ব্যাট করে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। উদ্বোধনী ব্যাটার হিসেবে মাঠে আসেন বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডুপ্লেসি। দলীয় ১ম ওভাবের পঞ্চম বলে মাত্র ৪ রানের মাথায় ডুপ্লেসির উইকেট তুলে নেয় লখনউ সুপার জয়ান্টস এর বোলার মহসিন খান। তারপর রজাত পাতিদার কে নিয়ে বিরাট কোহলি গড়েন ৬৬ রানের জুটি। দলীয় ৭০ রানের মাথায় বিরাট ২৫ রান করে সাজঘরে ফেরত গেলেও মাঠে একাই লড়াই করেন রজাত পাতিদার। পথিমধ্যে ম্যাক্সওয়েলকেও হারাতে হয়েছে দলীয় ৮৬ রানের মাথায়। এরপর ১১৫ রানে মহিপাল লমরোর আউট হয়ে গেলে, দ্বীনেশ কার্তিক কে নিয়ে এগোতে থাকেন রজাত। শেষ পর্যন্ত মাত্র ৪১ বল থেকে গড়েম ৯২ রানের এক গুরুত্বপূর্ণ জুটি। পাশাপাশি রজাত তুলে নেন মাত্র ৪৯ বলে এক দুর্দান্ত শতক। শেষ পর্যন্ত রজাত ৫৪ বল থেকে ব্যাক্তিগত ১১২ রান করে নিজেকে অপরাজিত রেখে দলকে পৌঁছান ২০৭ রানে। যার মধ্যে দ্বীনেশ কার্তিকের ২৩ বল থেকে ৩৭ রানের অপরাজিত ইনিংসটিও ছিল গুরুত্বপূর্ণ। 

রজাত পাতিদার, ফিফটির পাশাপাশি ৪৯ বলে তুলেন নেন দুর্দান্ত এক শতক।

অবশেষে, এ দুই ব্যাটারের দুর্দান্ত ব্যাট চালানোর পর লখনউ সুপার জয়ান্টসকে দেন ২০৭ রানের এক পাহাড়সম লক্ষ্য মাত্রা। ২০৮ রানের এ লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এখন ২য় ইনিংসে ব্যাট করবে লোকেশ রাহুলের দল লখনউ।

বিরাটের সাথে রজাতের ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি!

এ ম্যাচে যারা জয়ী হবে, তাঁরাই ২য় কোয়ালিফাই ম্যাচে মোকাবেলা করবে রাজস্থান রয়েলসের সাথে। যারা ইতিমধ্যে গুজরাটের সাথে হেরে অপেক্ষা করছে ২য় সুযোগের।

মন্তব্যসমূহ