৬,০,১,৭,৮৮,১৩*,০,৩৭,০,২,৬,৫,২,৯,০ মুমিনুলের সর্বশেষ ১৫ ইনিংসের স্কোর! আজ সহ টানা ৭ ইনিংসে দশের কোটা পার হতে পারেনি। টোটাল ৫৩ ম্যাচে ডাক মেরেছে ১০ টি তার মধ্য সর্বশেষ ৪ টি এসেছে লাস্ট ১০ ইনিংসে তার পরো নাকি তিনি ফর্ম নিয়ে চিন্তিত না!আর কত খারাপ করলে নিজের ফর্ম নিয়ে চিন্তিত হবেন সেই প্রশ্নের জবাব কি অধিনায়কের কাছে আছে? প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে আবার ডাক! মাঠে ডাক মারলেও মিডিয়ায় একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন তিনি।
এত বাজে অবস্থার পরো মুমিনুল বার বার বলে আসছে তিনি ব্যাটিং নিয়ে মোটেও চিন্তিত নন,তার ব্যাড-পেচ নেই। তার সাথে গলা মিলাচ্ছে আমাদের কোচ রাসেল ডমিঙ্গো তার মতে মুমিনুলের খারপ সময় যাচ্ছে তবে ফর্ম খারাপ নয়। চট্টগ্রামের ব্যাটিং স্বর্গ এমন ফ্লাট উইকেট কিংবা মিরপুরের ব্যাটিং বন্ধন পিচে রান না পাওয়ার আপেক্ষ কি অধিনায়ক মুনিনুলকে ছুঁতে পেরেছে।
![]() |
| এই ছবিটাই যেন অধিনায়ক মিমির প্রতিচ্ছবি! |
আপনি মানেন কিংবা না মানেন মমিনুলের এমন অফর্মের কারন অধিনায়কত্ব এবং নিজের প্রতি অতি আত্মবিশ্বাস সেটা বুঝতে হলে খুব বেশি দূর নয় ব্যাটসম্যান মমিনুল আর অধিনায়ক মমিনুলের ব্যাটিং পরিসংখ্যান দেখলেই তা ক্লিয়ার হতে পারবেন যেকেউ।
বিসিবিকে ডিসিশন নিতে হবে আসলে তারা কি চায় অধিনায়ক মিমকে নাকি ব্যাটার মিমিকে,আমরা সাধারণ সাপোর্টারসরা অধিনায়ক মমিনুলকে নয় বরোং ব্যাটসম্যান মমিনুলকেই চাই।
#BANvsSL
#2ndTest
#Cricbuzz_Bangladesh

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন