বাংলাদেশের হয়ে যে কোন উইকেটে ২৫৩* রানের জুটিটি ৫ম।
যে কোন উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটিটি হলো সাকিব আর মুশির ৩৫৯ রানের জুটি।
৫ম উইকেটে ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে এই কীর্তি গড়েন সাকিব আর মুশি।
নিচে পরিসংখ্যান দেয়া হলো-
৩৫৯ সাকিব - মুশি (৫ম) নিউজিল্যান্ড ২০১৭ (ওয়েলিংটন)
৩১২ তামিম - কায়েস (১ম) পাকিস্তান ২০১৫ (মিরপুর)
২৬৭ আশরাফুল - মুশি (৫ম) শ্রীলঙ্কা ২০১৩ (গলে)
২৬৬ মুমিনুল - মুশি (৪র্থ) জিম্বাবুয়ে ২০১৮ (মিরপুর)
২৫৩* মুশি - লিটন (৬ষ্ঠ) শ্রীলঙ্কা ২০২২ (মিরপুর)
বাংলাদেশের হয়ে বড় বড় তিনটি জুটিতে জড়িয়ে আছে মুশফিকের নাম। এবং আজকের এই জুটিটি আশা করা যায় হয়তো ৩০০ রান ক্রস করে ভেঙ্গে ফেলতে পারে ৩৫৯ রানের জুটি। ইনশাআল্লাহ আগামীকাল দেখা যাক কি হয়।
আন্তর্জাতিক টেষ্ট ক্রিকেটে সিক্সথ উইকেটে এটি ২১ তম জুটি। কালকে তারা দুজনে ব্যাটিং করে বাড়িয়ে নতুন কোন কীর্তি গড়ে ফেলার সুযোগ পাচ্ছেন। এই জুটির উপরের দিকে যত কীর্তি রয়েছে তার একটি তালিকা নিচে দেয়া হলো...
টেষ্ট ইতিহাসে ষষ্ঠ উইকেটের সর্বোচ্চ পার্টনারশিপ ৩৯৯ রানের।
সাউথ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে বেন স্টোক্স আর জনি বেয়ারোষ্টোর গড়া এই কীর্তি ২০১৬ সালে।
এক নজরে সিক্সথ উইকেটের পরবর্তী পরিসংখ্যান হলো যথাক্রমে -
৩৬৫* (কেন উলিয়ামসন - বিজে ওয়টলিং) বনাম শ্রীলঙ্কা (ওয়েলিংটন, ২০১৫)
৩৫২ (ম্যাককালাম - ওয়াটলিং) বনাম ভারত (ওয়েলিংটন, ২০১৪)
৩৫১ ( মাহেলা জয়াবর্ধনে - প্রসন্না জয়াবর্ধনে) বনাম ভারত (আহমেদাবাদ, ২০০৯)
৩৪৬ ( স্যার ব্রাডম্যান - ফিংলেটন) ইংল্যান্ড (মেলবার্ন, ১৯৩৭)
৩৩৯ ( গাপটিল - ম্যাককালাম)
বনাম বাংলাদেশ ( হ্যামিল্টন, ২০১০)
৩১৭ (মার্টিন - গিলি) বনাম সাউথ আফ্রিকা (জোহানেসবার্গ, ২০০২)
৩০৭ ( মাইক হাসি - হ্যাডিন) বনাম ইংল্যান্ড (ব্রিসবেন, ২০১০)
২৯৮* (ভেংসারাকার - রাভি শাস্ত্রী) বনাম অস্ট্রেলিয়া ( ওয়াংখেড়ে, ১৯৮৬)
২৮২* ( লারা - জ্যাকবস) বনাম ইংল্যান্ড (সেন্ট জন্স, ২০০৪)
২৮১ ( থরপে - ফ্লিনটফ) বনাম নিউজিল্যান্ড (ক্রাইস্টচার্চ, ২০০২)
২৭৯ ( হেইডেন - সাইমন্ডস) বনাম ইংল্যান্ড (মেলবার্ন, ২০০৬)
২৭৪* ( গ্যারি সোবার্স - হোলফোর্ড) ইংল্যান্ড (লর্ডস, ১৯৬৬)
২৭২ ( আজহারউদ্দীন - কপিল দেব) বনাম শ্রীলঙ্কা (কানপুর, ১৯৮৬)
২৭১ ( এশওয়েল প্রিন্স - বাউচার) বনাম বাংলাদেশ (সেঞ্চুরিয়ান, ২০০৮)
২৬৯ ( মোহাম্মদ ইউসুফ - কামরান আকমল) বনাম ইংল্যান্ড (লাহোর - ২০০৫)
২৬১ (সারওয়ান - রামদিন) বনাম ইংল্যান্ড (ব্রিজটাউন, ২০০৯)
২৬০* ( স্টিভ ওয়াহ - ডিন জোনস) বনাম শ্রীলঙ্কা (হোবার্ট, ১৯৮৯)
২৫৬ (মার্টিন - গিলি) বনাম নিউজিল্যান্ড (ওয়েলিংটন, ২০০৫)
২৫৪ (ড্যাভিস - সোবার্স) বনাম নিউজিল্যান্ড (ব্রিজটাউন, ১৯৭২)
২৫৩* ( মুশি - লিটন) বনাম শ্রিলংকা - (মিরপুর, ২০২২)
(যাবতীয় তথ্য জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ESPNCRICINFO থেকে সংগ্রহীত)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন