নেট বোলার থেকে অবশেষে জাতীয় দলে; উমরান মালিক!

 

গতি দিয়ে আলোচিত হওয়া উমরান মালিক এবার নিজের নাম লিখিয়েছেন ভারতের জাতীয় ক্রিকেট দলে। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন এই উদীয়মান গতিদানব। যিনি এবারের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ২২ উইকেট। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় যার অবস্থান পঞ্চম। বোলিং ইকোনমি ছিল ৯.০৩ এবং এভারেজ ছিল ২০.১৮ রান।

গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর উমরানের সেলিব্রেশন!


জম্মু-কাশ্মীরেরের এ তারকা পেসারের মূলশক্তি হচ্ছে গতি। ঘন্টায় ১৫০ কিলোমিটারে বল ছুঁড়তে পারেন তিনি। গতি দিয়েই কাবু করেছেন চলমান আইপিএলের বড় বড় ব্যাটারদের। তার গতির কাছে পরাস্ত হয়েছিল ডেভিড মিলার, জস বাটলার সহ আরো বড় বড় ব্যাটাররা।


কিছুটা আরেক গতিদানব ডেইল স্টেইনের মত উদযাপনে উমরান!


গতি দিয়েই ইতিমধ্যে আলোচনায় এসেছেন উমরান। ২২ বছর বয়সী এ তরুণ পেসারের প্রশংসায় পঞ্চমুখ পুরো ক্রিকেটবিশ্ব। উমরান মালিকের এবারের সাফল্যের পেছনে উঠে আসছে গত দশকের টেস্ট ক্রিকেটের অন্যতম সফল বোলার ডেল স্টেইনের নাম। দক্ষিণ আফ্রিকার এই তারকা সানরাইজার্স হায়দ্রাবাদের ফাস্ট বোলিং কোচের দায়িত্ব পালন করছেন। ডেল স্টেইনও আশাবাদী এ উমরানকে নিয়ে


সবকিছু ঠিকঠাক থাকলে, ৯ই জুন প্রোটিয়াদের বিপক্ষে  নিজেদের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য মাঠে নামবে ভারত। যথাক্রমে ১২, ১৪, ১৭ ও ১৯ জুন ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে বাকী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

মন্তব্যসমূহ