বাটলারের একক দাপটেই ব্যাঙ্গালোর'কে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করলো রাজস্থান রয়েলস

বাটলারের ১০৬ রানের অপরাজিত ইনিংস শেষে! 


টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটারা ৮ উইকেট হারিয়ে করেছিল ১৫৭ রান। ব্যাঙ্গালোরের হয়ে রজাত পাতিদার একাই করেছে ৫৮ রান। ম্যাক্সওয়েলের ২৪, ডুপ্লসির ২৫, শাহবাজের ১২ সহ বাকীদের একক স্থানের রান সংখ্যায় ভর করে রাজস্থানের দিকে ছুঁড়ে দেন ১৫৮ রানের লক্ষ্যমাত্রা।

সেই লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে, রাজস্থান রয়েলসের দুই ওপেনিং ব্যাটার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল উড়ন্ত সূচনা করেন ইনিংসের প্রথম থেকেই। দলীয় ৬১ রানের মাথায় জয়সওয়াল বিদায় নিলেও একই ধারাবাহিকতায় রান তুলেন বাটলার। মাঝপথে সানজু স্যামসান ২৩ রান ও পাদিক্কেল ৯ রান করে আউট হয়ে বিদায় নিলেও বাটলারকে দমে যেতে দেখা যায় নি একমুহূর্তের জন্যেও। বিধ্বংসী ভাবে একাই লড়ে গেছে শেষ পর্যন্ত।

 
৬৯ বলে তুলে নিয়েছিলেন আইপিএলের চলমান আসরে ব্যক্তিগত ৪র্থ শতক। এরপরই ১৯ তম ওভারে হার্শাল প্যাটেলের ১ম বলে ছক্কা মেরে জয় তুলে নেন ৭ উইকেট হাতে রেখেই আর উঠেন আইপিএলের ১৫তম আসর এবারের ফাইনালে।

ম্যাচ শেষে রাজস্থান ক্যাপ্টেইন সানজু স্যামসানের সাথে জস বাটলারের খুনসুটি। 

আগামী ২৯মে, রোববার সন্ধ্যা সাড়ে ৮টায় এই ভেন্যুতেই ফাইনালে মুখোমুখি হবে ১ম কোয়ালিফাই ম্যাচের দুই দল গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়েলস। 

ফাইনালে রাজস্থানের লড়াইটা আবারও হার্দিক পান্ডিয়া-মিলারের
দল গুজরাট টাইটান্সের সাথে।


সংক্ষিপ্ত স্কোরঃ
 
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৫৭/৮ (২০) 
রজাত পাতিদারঃ ৫৮ (৪২) 
ফাফ ডুপ্লেসিঃ ২৫ (২৭) 
ম্যাক্সওয়েলঃ ২৪ (১৩) 

প্রসিদ্ধ কৃষ্ণাঃ ৪ ওভার/২২ রান/৩ উইকেট।
ওবেদ ম্যাকেঃ ৪ ওভার/২৩ রান/ ৩ উইকেট।

 
রাজস্থান রয়েলসঃ ১৫৮/২ (১৯.৫) 
জস বাটলারঃ ১০৬* (৬০) 
স্যামসানঃ ২৩ (২১) 
জয়সওয়ালঃ ২১ (১৩) 

জশ হ্যাজলউডঃ ৪ ওভার, ২৩ রান, ২ উইকেট। 
হাসারাঙ্গাঃ ৪ ওভার, ২৬ রান, ১ উইকেট। 


ফলাফলঃ রাজস্থান রয়েলস জয়ী ৭ উইকেটে।

মন্তব্যসমূহ