![]() |
| বাটলারের ১০৬ রানের অপরাজিত ইনিংস শেষে! |
সেই লক্ষ্যমাত্রাকে তাড়া করতে নেমে, রাজস্থান রয়েলসের দুই ওপেনিং ব্যাটার জস বাটলার ও যশস্বী জয়সওয়াল উড়ন্ত সূচনা করেন ইনিংসের প্রথম থেকেই। দলীয় ৬১ রানের মাথায় জয়সওয়াল বিদায় নিলেও একই ধারাবাহিকতায় রান তুলেন বাটলার। মাঝপথে সানজু স্যামসান ২৩ রান ও পাদিক্কেল ৯ রান করে আউট হয়ে বিদায় নিলেও বাটলারকে দমে যেতে দেখা যায় নি একমুহূর্তের জন্যেও। বিধ্বংসী ভাবে একাই লড়ে গেছে শেষ পর্যন্ত।
৬৯ বলে তুলে নিয়েছিলেন আইপিএলের চলমান আসরে ব্যক্তিগত ৪র্থ শতক। এরপরই ১৯ তম ওভারে হার্শাল প্যাটেলের ১ম বলে ছক্কা মেরে জয় তুলে নেন ৭ উইকেট হাতে রেখেই আর উঠেন আইপিএলের ১৫তম আসর এবারের ফাইনালে।
আগামী ২৯মে, রোববার সন্ধ্যা সাড়ে ৮টায় এই ভেন্যুতেই ফাইনালে মুখোমুখি হবে ১ম কোয়ালিফাই ম্যাচের দুই দল গুজরাট টাইটান্স বনাম রাজস্থান রয়েলস।
![]() |
| ফাইনালে রাজস্থানের লড়াইটা আবারও হার্দিক পান্ডিয়া-মিলারের |
দল গুজরাট টাইটান্সের সাথে।
সংক্ষিপ্ত স্কোরঃ
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৫৭/৮ (২০)
রজাত পাতিদারঃ ৫৮ (৪২)
ফাফ ডুপ্লেসিঃ ২৫ (২৭)
ম্যাক্সওয়েলঃ ২৪ (১৩)
প্রসিদ্ধ কৃষ্ণাঃ ৪ ওভার/২২ রান/৩ উইকেট।
ওবেদ ম্যাকেঃ ৪ ওভার/২৩ রান/ ৩ উইকেট।
রাজস্থান রয়েলসঃ ১৫৮/২ (১৯.৫)
জস বাটলারঃ ১০৬* (৬০)
স্যামসানঃ ২৩ (২১)
জয়সওয়ালঃ ২১ (১৩)
জশ হ্যাজলউডঃ ৪ ওভার, ২৩ রান, ২ উইকেট।
হাসারাঙ্গাঃ ৪ ওভার, ২৬ রান, ১ উইকেট।
ফলাফলঃ রাজস্থান রয়েলস জয়ী ৭ উইকেটে।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন