ফাইনালে উঠার লড়াইয়ে রাজস্থানকে ১৫৭ রানের লক্ষ্যমাত্রা দিয়েছে ব্যাঙ্গালোর!


ফাইনালে উঠার লড়াইয়ে সানজু-ফাফ!

নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদে আজ হাইভোল্টেজ ম্যাচ দ্বিতীয় কোয়ালিফায়ারে, ফাইনালের উঠার লক্ষ্য নিয়ে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়েলস বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ম্যাচের শুরুতেই টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল রাজস্থান ক্যাপ্টেইন সানজু স্যামসান। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামেন ব্যাঙ্গালোরের দুই উদ্বোধনী ব্যাটার বিরাট কোহলি ও অধিনায়ক ফাফ ডুপ্লেসি। 


ইনিংসের ২য় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার ৫ম বলে সানজু স্যামসানের হাতে ক্যাচ দিয়ে দলীয় ৯ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফেরত যান বিরাট কোহলি। আউট হওয়ার পূর্বে ৮ বল থেকে মাত্র ৭ রান করেন বিরাট।
৯ রানের মাথায় বিরাটকে ফেরত পাঠিয়েছিলেন কৃষ্ণ!

এরপরই ক্রিজে আসেন গত ম্যাচে দুর্দান্ত শতক হাঁকানো ব্যাটার রজাত পাতিদার। তাঁকে সাথে নিয়ে দলের হাল ধরেন ফাফ ডুপ্লেসি। ৭০ রানের জুটি শেষে ইনিংসের ১০ম ওভারে দলীয় ৭৯ রানের মাথায় ডুপ্লেসিও সাজঘরে ফিরলে তখন দলের বাকী দায়িত্বটা কাঁধে নেন সেই রজাত-ই।
দলের ভরসার পাত্র রজাতের অনবদ্য ৫৮ রানের ইনিংস।

গত ম্যাচে রানের আক্ষেপ থাকা ম্যাক্সওয়েল ক্রিজে এসেই দুর্দান্তভাবে শুরু করলেও এই ম্যাচে ততটা এগোতে পারেন নি তিনি। ১৩ বল থেকে ২ ছক্কা আর ১ চারের সাহায্যে মাত্র ২৪ রান করে ফিরে যেতে হয়েছে প্যাভিলিয়নে। ঠিক কিছুক্ষণ পরপরই দলের অন্যতম ভরসার পাত্র রজাত, ৪২ বলে ৫৮ রানের এক সাজানো ইনিংস উপহার দিয়ে ধরতে হয়েছে ঠিক একই পথ। ইনিংসের ১৫তম ওভারে দলীয় ১৩০ রানে রজাত ফিরে গেলে শুরু হয় উইকেট পতনের।  নিয়মিত উইকেট যাওয়া-আসার মধ্য দিয়ে শেষ হয় প্রথম ইনিংসের নির্ধারিত ২০ ওভার। এই ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ব্যাঙ্গালোর সংগ্রহ করেন ১৫৭ রান।
রাজস্থানের হয়ে ৩ উইকেট শিকারী বোলার প্রসিদ্ধ কৃষ্ণা!

রাজস্থানের হয়ে এই ইনিংসে "প্রসিদ্ধ কৃষ্ণা ও ওবেদ ম্যাকে" এই দুই বোলার ৩টি করে উইকেট শিকার করেন। ১টি করে উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট ও রবিচন্দ্রন অশ্বীন। আর ব্যাক্তিগত ৪ ওভারে ৪৫ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন যুজবেন্দ্র চাহাল।

রাজস্থানের হয়ে ৩ উইকেট শিকার করা আরেক বোলার ওবেদ ম্যাকে!


সংক্ষিপ্ত স্কোরঃ

রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরঃ ১৫৭/৮ (২০)
রজাত পাতিদারঃ ৫৮ (৪২)
ফাফ ডুপ্লেসিঃ ২৫ (২৭)
ম্যাক্সওয়েলঃ ২৪ (১৩)

প্রসিদ্ধ কৃষ্ণাঃ ৪ ওভার/২২ রান/৩ উইকেট।
ওবেদ ম্যাকেঃ ৪ ওভার/২৩ রান/ ৩ উইকেট।

মন্তব্যসমূহ