![]() |
| দলের ভরসা আবারও মুশফিক-লিটনের উপরেই! |
ম্যাচের শুরুতেই মাত্র ১৫ রানের মাথায় তামিম ইকবাল আউট হন ব্যাক্তিগত শূন্য রানে। যিনি ক্যারিয়ারে প্রথমবারের মত দুই ইনিংসেই ডাক মেরে আউট হয়েছেন। এরপর একই চিত্র ভেসে উঠে টাইগার শিবিরে। ২৩ রানের মাথায় শান্ত, মমিনুল এবং মাহমুদুল হাসান জয় ফিরেন একই পথে।
![]() |
| লঙ্কানদের একের পর এক আঘাত! |
গত ইনিংসে ঠিক এই মুহুর্তে সাকিব ক্রিজে আসলেও, এই ইনিংসে তিনি আসেন নি। মাঠে এসেছেন পাঁচ নম্বর মুশফিক এবং ছ'নম্বরে লিটন। গত ইনিংসে দলের হাল ধরা এই দুই ব্যাটার খেলেছেন ১৩ তম ওভার পর্যন্ত। দিনশেষে তাঁদের সংগ্রহঃ মুশফিক ১৬ বল থেকে ১৪ আর লিটনঃ ১১ বল থেকে ১ রান নিয়ে অপরাজিত।
বাংলাদেশের সংগ্রহঃ ৩৪/৪ (১৩) বাংলাদেশের চার উইকেটের মধ্যে দু'টিই তুলে নিয়েছেন লঙ্কাণ বোলার আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ১টি ও ১টি রান আউট।
চতুর্থ দিনশেষে বাংলাদেশ পিছিয়ে ১০৭ রানে।
সংক্ষিপ্ত স্কোরঃ (৪র্থ দিনশেষে)
বাংলাদেশ ১ম ইনিংস : ৩৬৫/১০ (১১৬.২ ওভার)
মুশফিক ১৭৫*, লিটন ১৪১, তাইজুল ১৫
রাজিথা ৬৪/৫, আসিথা ৯৩/৪
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৫০৬/১০ (১৬৫.১ ওভার)
ম্যাথিউস ১৪৫, চান্দিমাল ১২৪, করুনারত্নে ৮০, ধনঞ্জয়া ৫৮, ওশাদা ৫৭
সাকিব ৯৬/৫, এবাদত ১৪৮/৪
বাংলাদেশ ২য় ইনিংস : ৩৪/৪ (১৩ ওভার)
জয় ১৫, মুশফিক ১৪*, লিটন ১*
আসিথা ১২/২, রাজিথা ১২/১


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন