দলের পক্ষে অপরাজিত থেকে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৫ রানের এক মহা ইনিংস খেলেছেন মুশফিক। এছাড়াও লিটনের করা ১৪১ রান দলের সংগ্রহে বড় ভুমিকা রেখেছে। এই ইনিংসে ০ রানে সাজঘরে ফিরেছেন ৬ ব্যাটার। ওপেনার তামিম-জয়, মিডল অর্ডারে সাকিব-মোসাদ্দেক সহ শেষের দিকে খালেদ-এবাদত।
শেষের দিকে এবাদতকে সাথে নিয়ে মুশি ডাবল সেন্সুরির স্বপ্ন দেখলেও, হয় নি তা বাস্তবায়ন। রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান এবাদত। সাথে মুশির স্বপ্নকেও মুহুর্তেই ধূলিসাৎ করে দেন লঙ্কাণ অধিনায়ক করুনারত্নে।
লঙ্কানদের পক্ষে একাই ৫ উইকেট নিয়েছেন কাসুন রাজিথা। ২৮.২ ওভার বল করে মেডেন দিয়েছেন ৭টি, আর খরচ করেছেন মাত্র ৬৪ রান। অন্যদিকে আরেক বোলার আসিথা ফারনান্দো নিয়ছেন বাকী ৪ উইকেট। ৩টি মেডেন সহ বল করেছেন ২৬ ওভার। রান খরচ করেছেন ৯৩।
সর্বশেষ, মুশির অপরাজিত ১৭৫, লিটনের ১৪১, তাইজুলের ১৫ রানে ভর করে বাংলাদেশের ইনিংস থামে ৩৬৫ রানে মাথায়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন