বাংলাদেশ-লঙ্কান সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের আজকের প্রথম দিনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল টাইগার কাপ্তান মমিনুল হক। ইনিংসের শুরুতেই ব্যাট করতে নামা তামিম-জয় সাজঘরে ফিরেছেন ডাক মেরে। প্রথম ওভারের দুই নম্বর বলে স্টাম্প আউট হন জয়। ঠিক তারপরের ওভারে দলীয় ছয় রানের মাথায় তামিমও ক্যাচ দিয়ে ফিরে যান একই পথে। দলীয় ১৬ রানে মুমিনুল ফিরে গেলে, ২৪ রানে আউট হন শান্ত। এরপর মাঠে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে পা দেন তিনিও। রিভিউ নিয়েও জীবন রক্ষা করা গেল না সাকিবের।
২৪ রানে পাঁচ উইকেট হারিয়ে টাইগার শিবির তখন ধ্বংসের মুখে। ঠিক সেখান থেকেই মুশফিক-লিটন জুটি বাঁধতে শুরু করেন ধীরে ধীরে। ২৫২ বল মোকাবেলা করে মুশফিক করছেন ১১৫ রান। অপরদিকে এই ম্যাচের প্রথম সেন্সুরি করা ব্যাটার লিটন করেছেন ২২১ বলে ১৩৫ রান। দিনশেষে তারা অপরাজিত থেকে গড়েছেন ২৫৩ রানের এক মহা জুটি।
সর্বশেষ, টাইগারদের মুখে হাসি ফুটিয়ে, ২৭৭ রান করে আজকের মত দিনটা শেষ করেন টাইগার শিবিরের এ দুই ব্যাটার লিটন ও মুশফিক।
![]() |
| দলকে ভালো অবস্থানে পৌঁছে মাঠ ছাড়ছেন লিটন-মুশি। |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন